মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৯৮
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৯৮। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন ব্যাপারে আনন্দিত হইতেন তখন তাঁহার চেহারা মুবারক উজ্জ্বল হইয়া উঠিত। মনে হইত যেন তাঁহার মুখমণ্ডল চাঁদের টুকরা। বস্তুতঃ আমরা সকলেই উহা অনুভব করিতে পারিতাম। — মোত্তাঃ
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سُرَّ اسْتَنَارَ وَجْهُهُ حَتَّى كَأَنَّ وَجْهَهُ قِطْعَةُ قَمَرٍ وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ. مُتَّفَقٌ عَلَيْهِ
