মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৮৫
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৮৫। হযরত আবু তোফায়েল (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি। তিনি ছিলেন গৌর বর্ণের লাবণ্যময় এবং তিনি ছিলেন মধ্যম গড়নের (অর্থাৎ, প্রত্যেকটির মধ্যে পরস্পর সামঞ্জস্য ছিল)। মুসলিম
وَعَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَبْيَضَ مَلِيحًا مقصدا . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইনি আবু তোফায়েল আমের ইবনে ওয়াসিলা। কুনিয়াত বা উপনামেই বেশী প্রসিদ্ধ। ইনিই সর্বশেষ সাহাবী, যিনি দুনিয়া হইতে ওফাত করিয়া গিয়াছেন। তাঁহার মৃত্যুর পর আর কোন সাহাবী জীবিত ছিলেন না। ওফাত ১১০ হিজরী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান