মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৮৬
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৮৬। হযরত সাবেত বলেন, একদা হযরত আনাস (রাঃ)-কে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেযাব লাগান সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল। জবাবে তিনি বলিলেন, তাহার চুল এমন সাদা হয় নাই যে, উহাতে খেযাব লাগাইতে হইবে। যদি আমি তাঁহার সাদা দাড়িগুলি গুনিয়া দেখিতে চাহিতাম, তবে অনায়াসে গুনিতে পারিতাম। অপর এক রেওয়ায়তে আছে—আমি তাহার মাথার সাদা চুলগুলি গুনিয়া দেখিতে চাহিলে অনায়াসে শুনিতে পারিতাম। —মোত্তাঃ। আর মুসলিমের এক রেওয়ায়তে আছে হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, নবী (ছাঃ)-এর ঠোটের নীচের পশমে, চোখ ও কানের মধ্যবর্তী পশমে শুভ্রতা ছিল এবং মাথার মধ্যেও কয়েকটি চুল সাদা হইয়াছিল।
وَعَنْ ثَابِتٍ قَالَ: سُئِلَ أَنَسٌ عَنْ خِضَابِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: إِنَّهُ لَمْ يَبْلُغْ مَا يُخْضَبُ لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتِهِ فِي لِحْيَتِهِ - وَفِي رِوَايَةٍ: لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأسه - فعلت. مُتَّفق عَلَيْهِ
