মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৮৪
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৮৪। হযরত সেমাক ইবনে হরব হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) হইতে বর্ণনা করিয়া বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "যালীউল ফাম, আকালুল আঈন ও মানুষগুল আকেবাইন" বিশিষ্ট ছিলেন। পরে হযরত সেমাককে এই শব্দগুলির অর্থ কি জিজ্ঞাসা করা হইলে, তিনি (যথাক্রমে) বলিলেন, প্রশস্ত মুখ, চক্ষুর পুতুলি ঘোর কাল ও বড় এবং পায়ের গোড়ালীতে স্বল্প মাংস। মুসলিম
وَعَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَلِيعَ الْفَمِ أَشْكَلَ الْعَيْنَيْنِ مَنْهُوشَ الْعَقِبَيْنِ قِيلَ لَسِمَاكٍ: مَا ضَلِيعُ الْفَمِ؟ قَالَ: عَظِيمُ الْفَمِ. قِيلَ: مَا أَشْكَلُ الْعَيْنَيْنِ؟ قَالَ: طَوِيلُ شَقِّ الْعَيْنِ. قِيلَ: مَا مَنْهُوشُ الْعَقِبَيْنِ؟ قَالَ: قليلُ لحم الْعقب. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কোন পুরুষ এই গঠন-আকৃতিতে হওয়া আরবদের নিকট প্রশংসনীয়। আর নবী (ﷺ) যে সার্বিকভাবে সুন্দর সুপুরুষ ছিলেন, তাহা বলার অপেক্ষা রাখে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান