মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৮১
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৮১। হযরত উম্মে খালেদ বিনতে খালেদ ইবনে সাঈদ (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু কাপড় আনা হইল। ইহার মধ্যে কাল বর্ণের একখানা ছোট পশমী চাদরও ছিল। তখন তিনি বলিলেন: উম্মে খালেদকে আমার কাছে লইয়া আস। সুতরাং তাহাকে বহন করিয়া আনা হইল। নবী (ছাঃ) চাদরখানা নিজের হাতে লইলেন এবং তাহাকে পরাইয়া দিলেন এবং বলিলেন; ইহা পুরাতন ও নিকৃষ্ট হওয়া পর্যন্ত পরিধান কর। আবার পুরাতন ও নিকৃষ্ট হওয়া পর্যন্ত পরিধান কর (অর্থাৎ, আল্লাহ্ যেন তোমাকে দীর্ঘায়ু করেন)। চাদরটিতে সবুজ কিংবা হলুদ রংয়ের নকশী ছিল। অতঃপর তিনি বলিলেন, হে উম্মে খালেদ। ইহা (কতই না সুন্দর। হাবশী ভাষায় 'সানাহ্' শব্দ সুন্দরের জন্য ব্যবহার হয়। উম্মে খালেদ বলেন, ইহার পর আমি হুযূর (ছাঃ)-এর মোহরে নবুওত স্পর্শ করিয়া খেলিতে লাগিলাম। তখন আমার পিতা আমাকে ধমক দিলেন। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমার পিতাকে) বলিলেন, তাহাকে ছাড়িয়া দাও। অর্থাৎ তাহাকে এইরূপ করিতে দাও। -বুখারী
وَعَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ قَالَتْ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ صَغِيرَةٌ فَقَالَ: «ائْتُونِي بِأُمِّ خَالِدٍ» فَأُتِيَ بِهَا تُحْمَلُ فَأَخَذَ الْخَمِيصَةَ بِيَدِهِ فَأَلْبَسَهَا. قَالَ: «أَبْلِي وَأَخْلِقِي ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي» وَكَانَ فِيهَا عَلَمٌ أَخْضَرُ أَوْ أَصْفَرُ. فَقَالَ: «يَا أُمَّ خَالِدٍ هَذَا سِنَاهْ» وَهِيَ بالحبشيَّةِ حسنَة. قَالَت: فذهبتُ أَلعبُ بخاتمِ النبوَّةِ فز برني أُبَيٍّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دعها» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
উম্মে খালেদ তখন খুব ছোট ছিলেন। তাই তাঁহাকে কেহ কোলে করিয়া আনিয়াছিলেন। তিনি হাশায় প্রথম মুহাজেরীনদের মধ্যে তথায় জন্মগ্রহণ করেন। পরে হযরত যুবাইর ইবনুল আওয়ামের সহিত তাঁহার বিবাহ হয়।
