মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৮০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৮০। হযরত আব্দুল্লাহ্ ইবনে সারজাস (রাঃ) বলেন, একদা আমি নবা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি এবং আমি তাহার সঙ্গে রুটি ও গোশত খাইয়াছি অথবা বলিলেন, আমি 'সারীদ' খাইয়াছি। অতঃপর আমি তাহার পিছনে যাইয়া ঘোরাফেরা করিতে লাগিলাম। তখন তাহার উভয় কাঁধের মধ্যস্থলে বাম কাঁধের উপরিভাগে মুষ্টির মত (গোলাকার) মোহরে নবুওত দেখিলাম। উহার উপরে মাস্-এর মত অনেকগুলি তিল ছিল। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَن عبدِ الله بن سرجسٍ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَكَلْتُ مَعَهُ خُبْزًا وَلَحْمًا - أَوْ قَالَ: ثَرِيدًا - ثُمَّ دُرْتُ خَلْفَهُ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ عِنْدَ نَاغِضِ كَتِفِهِ الْيُسْرَى جُمْعًا عَلَيْهِ خيلال كأمثال الثآليل. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান