মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৭৯
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৭৯। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার এবং দাড়ির অগ্রভাগে সামান্য কিছু শুভ্রতা দেখা দিয়াছিল। যখন তিনি উহাতে তৈল লাগাইতেন তখন উহা প্রকাশ পাইত না। আর যখন কেশরাজি বিক্ষিপ্ত হইত, তখন উহা প্রকাশ পাইত। তাহার দাড়ি ছিল খুব বেশী। তখন এক ব্যক্তি বলিল, রাসূলুল্লাহ্ (ছাঃ)-এর মুখমণ্ডল ছিল তলোয়ারের মত। তিনি বলিলেন, না, বরং উহা ছিল সূর্য ও চন্দ্রের মত এবং তাহার চেহারা ছিল গোলগাল। আর আমি তাঁহার কাধের কাছে কবুতরের ডিমের ন্যায় মোহরে নবুওতও দেখিতে পাইয়াছি, উহার বর্ণ ছিল তাহার গায়ের রংের সদৃশ। —মুসলিম
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ شَمِطَ مُقَدَّمُ رَأْسِهِ وَلِحْيَتِهِ وَكَانَ إِذَا ادَّهَنَ لَمْ يَتَبَيَّنْ وَإِذَا شَعِثَ رَأْسُهُ تَبَيَّنَ وَكَانَ كَثِيرَ شَعْرِ اللِّحْيَةِ فَقَالَ رَجُلٌ: وَجْهُهُ مِثْلُ السَّيْفِ؟ قَالَ: لَا بَلْ كَانَ مِثْلَ الشَّمْسِ وَالْقَمَرِ وَكَانَ مُسْتَدِيرًا وَرَأَيْتُ الْخَاتَمَ عِنْدَ كَتِفِهِ مِثْلَ بَيْضَة الْحَمَامَة يشبه جسده . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

তলোয়ারের মত উজ্জ্বল হইলে লম্বা হওয়ার ধারণাও জন্মিতে পারে। তাই হযরত জাবের লোকটির কথা পাল্টাইয়া বলিলেন, উহা উজ্জ্বল ছিল বটে, তবে সূর্য ও চন্দ্রের ন্যায় গোলগাল ছিল। অবশ্য লম্বাটে ধরনের গোল ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৭৯ | মুসলিম বাংলা