মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৭৮
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৭৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাহাবীগণকে) বলিলেনঃ ইহাতেও কি তোমরা বিস্মিত হইতেছ না যে, আল্লাহ্ তা'আলা কিভাবে কুরাইশদের গাল-মন্দ ও অভিসম্পাতকে আমার উপর হইতে সরাইয়া দিয়া 'ছেন? তাহারা 'মুযাম্মাম' (নিন্দিত) নামে গাল-মন্দ করে এবং 'মুযাম্মাম'কে অভিসম্পাত দেয়। অথচ আমি 'মুহাম্মাদ' (প্রশংসিত) মুযাম্মাম নহি। -বুখারী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ؟ يَشْتُمُونَ مُذَمَّمًا وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ» . رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
কাফের কুরাইশগণ মুহাম্মদ (ﷺ)-কে ঠাট্টা-বিদ্রুপ করিয়া ‘মুযাম্মাম' বলিত এবং গাল-মন্দ করিত। যাহার অর্থ নিন্দিত। আর আল্লাহ্ তাঁহার নাম রাখিয়াছেন মুহাম্মদ—অর্থ প্রশংসিত। সুতরাং কুরাইশদের গাল-মন্দ তাঁহার উপরে পতিত হয় না ।
