মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৭৭
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৭৭। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাহার নিজস্ব নামসমূহ বর্ণনা করিতেন। তখন তিনি বলিয়াছেন : আমি মুহাম্মাদ, আহমদ, মুকাফী ( সকলের পশ্চাতে আগমনকারী), হাশের (সমবেতকারী) এবং আমি নাবীয়ে তওবা ও নাবীয়ে রহমত। মুসলিম
وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَمِّي لَنَا نَفْسَهُ أَسْمَاءً فَقَالَ: «أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَالْمُقَفِّي وَالْحَاشِرُ وَنَبِيُّ التَّوْبَةِ وَنَبِيُّ الرَّحْمَة» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
نبى التوبة অর্থাৎ, আমি অত্যধিক তওবাকারী। যেমন, অপর এক হাদীসে বর্ণিত আছে—তিনি বলিয়াছেন; “আমি দৈনিক সত্তর হইতে একশতবার তওবা করিয়া থাকি।” অথবা তাঁহার হাতে কুফর ও শিরক হইতে এত লোক তওবা করিবে যে, আর কাহারও হাতে এত সংখ্যক লোক তওবা করে নাই। نبى الرحمة যথা- আল্লাহ্ তা'আলা বলিয়াছেন— وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ অপর এক হাদীসে নবী (ﷺ) বলিয়াছেন — انا رحمة مهداة অর্থাৎ, আল্লাহ্ তা'আলা আমাকে রহমত ও হেদায়তকারী হিসাবে পাঠাইয়াছেন।
