মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৭৬
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৭৬। হযরত জুবাইর ইবনে মুতয়িম (রাঃ) বলিয়াছেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আমার অনেকগুলি নাম রহিয়াছে। আমি মুহাম্মাদ, আমি আহমদ, আমি মাহী। আল্লাহ্ তা'আলা আমার দ্বারা কুফরকে নিশ্চিহ্ন করিবেন। আমি আল হাশের, (কিয়ামতের দিন) মানব জাতিকে আমার পশ্চাতে সমবেত করা হইবে। আর আমি হইলাম আল আকেব এবং 'আকেব ঐ ব্যক্তি, যাহার পরে আর কোন নবী নাই। — মোত্তাঃ
بَابِ أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِفَاته: الْفَصْل الأول
عَنْ جُبَيْرِ بْنِ مُطْعَمٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إنَّ لي أَسْمَاءً: أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ . وَالْعَاقِب: الَّذِي لَيْسَ بعده شَيْء. مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ্ তা'আলা কোরআন মজীদে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বিভিন্ন নামে, গুণে ও চরিত্রবৈশিষ্ট্যে সম্বোধন করিয়াছেন। যেমনি আল্লাহ্ তা'আলার শতাধিক গুণবাচক নাম রহিয়াছে, তেমনি নবী করীম (ﷺ)-এরও বহু গুণবাচক নাম রহিয়াছে।
