মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৭৫
তৃতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৭৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উপরে কুরবানী ফরয করা হইয়াছে; আর তোমাদের উপর ফরয করা হয় নাই এবং আমাকে চাশতের নামাযের নির্দেশ দেওয়া হইয়াছে; আর তোমাদিগকে ইহার নির্দেশ দেওয়া হয় নাই। –দারা কুতনী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُتِبَ عَلَيَّ النَّحْرُ وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ وَأُمِرْتُ بِصَلَاةِ الضُّحَى وَلَمْ تؤمَروا بهَا» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ

হাদীসের ব্যাখ্যা:

আমি মালদার থাকি বা না থাকি, সর্বাবস্থায় فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ এই আয়াত ও নির্দেশের ভিত্তিতে আমার উপর কুরবানী ফরয করা হইয়াছে। অথচ উম্মতের উপর মালদার হইলেই কুরবানী ওয়াজিব হয়। আল্লামা তীবী বলেন, চাশতের নামায নবী (ﷺ)-এর উপর ওয়াজিব হওয়ার কথা আলোচ্য হাদীস ব্যতীত আর কোথাও পাওয়া যায় নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৭৫ | মুসলিম বাংলা