মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৭৪
তৃতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৭৪। হযরত আবু যর গিফারী (রাঃ) বলেন, একদা আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কিভাবে জানিতে পারিলেন যে, আপনি নবী, এমন কি আপনি ইহার উপর বিশ্বাস স্থাপন করিলেন? তিনি বলিলেন; হে আবু যর। একদা আমি মক্কার বাহা উপত্যকায় ছিলাম। এই সময় দুই জন ফিরিশতা আমার নিকট আসিলেন। তাহাদের একজন মাটিতে নামিয়া আসিলেন এবং অপরজন আসমান ও যমীনের মাঝখানে রহিলেন। অতঃপর তাহাদের একজন অপরজনকে বলিলেন, ইনি কি তিনিই ? অপরজন উত্তর দিলেন; হ্যাঁ। তখন প্রথমজন বলিলেন, আচ্ছা, তাহাকে এক ব্যক্তির সাথে ওজন করা যাক। সুতরাং আমাকে এক ব্যক্তির সাথে ওজন করা হইল। তখন আমি ঐ এক ব্যক্তি অপেক্ষা ভারী হইয়া গেলাম। অতঃপর বলিলেন, এইবার তাঁহাকে দশ ব্যক্তির সহিত ওজন করা যাক্। সুতরাং আমাকে দশ ব্যক্তির সহিত ওজন করা হইল । এইবারও আমি তাহাদের উপর ভারী হইয়া গেলাম। অতঃপর বলিলেন, আচ্ছা, এইবার তাঁহাকে একশত জনের সহিত ওজন করা হউক। সুতরাং আমাকে তাহাদের সহিত ওজন করা হইল। এইবারও আমি তাহাদের উপর ভারী হইয়া গেলাম। অতঃপর বলিলেন, আচ্ছা, এইবার তাঁহাকে একহাজার জনের সহিত ওজন কর। সুতরাং আমাকে তাহাদের সহিত ওজন করা হইল। এইবারও আমি তাহাদের উপর ভারী হইয়া গেলাম। হুযূর (ﷺ) বলেন; আমার মনে হইতেছে, আমি যেন এখনও তাহাদিগকে দেখিতেছি। তাহাদের পাল্লা হাল্কা হইয়া এমনভাবে উপরে উঠিয়া গিয়াছে যে, আমার আশংকা হইল, তাহারা যেন আমার উপরে ছিটকাইয়া পড়িবে। হুযূর (ﷺ) বলেনঃ তখন তাহাদের একজন অপরজনকে বলিলেন, যদি তুমি তাঁহাকে তাঁহার সমস্ত উম্মতের সহিতও ওজন কর, তখনও তাঁহার পাল্লা ভারী হইয়া যাইবে। — হাদীস দুইটি দারেমী বর্ণনা করিয়াছেন।
وَعَن أبي ذرّ الْغِفَارِيّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ عَلِمْتَ أَنَّكَ نَبِيٌّ حَتَّى اسْتَيْقَنْتَ؟ فَقَالَ: يَا أَبَا ذَر أَتَانِي ملكان وَأَنا ب بعض بطحاء مَكَّة فَوَقع أَحدهمَا على الْأَرْضِ وَكَانَ الْآخَرُ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: أَهْوَ هُوَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَزِنْهُ بِرَجُلٍ فَوُزِنْتُ بِهِ فَوَزَنْتُهُ ثُمَّ قَالَ: زِنْهُ بِعَشَرَةٍ فَوُزِنْتُ بِهِمْ فَرَجَحْتُهُمْ ثُمَّ قَالَ: زنه بِمِائَة فَوُزِنْتُ بِهِمْ فَرَجَحْتُهُمْ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِمْ يَنْتَثِرُونَ عَلَيَّ مِنْ خِفَّةِ الْمِيزَانِ. قَالَ: فَقَالَ أَحَدُهُمَا لصَاحبه: لَو وزنته بأمته لرجحها . رَوَاهُمَا الدَّارمِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, এই অলৌকিক ব্যাপার দেখিয়া আমার ধারণা জন্মিল যে, ইহা আমার নবুওত ও রেসালতের একটি নিদর্শন। তবে ইহার অর্থ এই নহে যে, শুধু ইহাই নবুওতের একমাত্র প্রমাণ। কেননা, এতদ্ভিন্ন নবুওতের বহুবিদ অকাট্য প্রমাণ তাঁহার সম্মুখে উপস্থিত হইয়াছে।
