মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৭৩
তৃতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৭৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ্ তা'আলা সমস্ত নবীগণের ও সমস্ত ফিরিশতাদের উপরে মুহাম্মাদ (ﷺ)কে মর্যাদা দান করিয়াছেন। লোকেরা জিজ্ঞাসা করিলেন, হে আবু আব্বাস। (ইবনে আব্বাসের উপনাম) আল্লাহ্ ফিরিশতাদের উপরে কিভাবে তাঁহাকে ফযীলত দিয়াছেন? ইবনে আব্বাস বলিলেন, আল্লাহ্ তা'আলা আকাশবাসীকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেনঃ “তাহাদের যে কেহ ইহা বলিবে যে, আল্লাহ্ ছাড়া আমি ইলাহ্ বা মা'বুদ, আমি তাহাকে জাহান্নামের শাস্তি প্রদান করিব। আর আমি যালিমদিগকে অনুরূপ শাস্তি প্রদান করিয়া থাকি।” আর আল্লাহ্ পাক মুহাম্মাদ (ﷺ)কে লক্ষ্য করিয়া বলিয়াছেনঃ নিশ্চয় আমি আপনার জন্য বরকত ও কল্যাণের দ্বারসমূহ উন্মুক্ত করিয়া দিয়াছি। ইহা এই জন্য যে, আল্লাহ্ তা'আলা আপনার পূর্বের ও পরের সমস্ত গোনাহ্ মাফ করিয়া দেন। লোকেরা জিজ্ঞাসা করিলেন, নবীদের উপরে কিভাবে তাঁহাকে ফযীলত দেওয়া হইয়াছে ? জবাবে ইবনে আব্বাস বলিলেন, আল্লাহ্ তা'আলা বলিয়াছেনঃ আমি যখনই কোন নবী প্রেরণ করিয়াছি, তাঁহাকে আপন সম্প্রদায়ের ভাষা দিয়াই পাঠাইয়াছি যেন তিনি তাহাদিগকে আল্লাহর বিধান ব্যক্ত করিতে পারেন। অতঃপর আল্লাহ্ যাহাকে চান গোম্বাহ করেন। আর আল্লাহ্ তা'আলা হযরত মুহাম্মাদ (ﷺ) সম্পর্কে বলিয়াছেনঃ (হে নবী মুহাম্মাদ ! ) “আমি আপনাকে গোটা মানব সমাজের জন্য রাসূল বানাইয়া পাঠাইয়াছি।” সুতরাং আল্লাহ্ তা'আলা তাঁহাকে জ্বিন ও ইনসান উভয় সম্প্রদায়ের নিকটেই পাঠাইয়াছেন।
اَلْفصْلُ الثَّالِثُ
عَن ابْن عبَّاس قَالَ: إنَّ الله تَعَالَى فضل مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْأَنْبِيَاءِ وَعَلَى أَهْلِ السَّمَاءِ فَقَالُوا يَا أَبَا عَبَّاسٍ بِمَ فَضَّله الله عَلَى أَهْلِ السَّمَاءِ؟ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِأَهْلِ السَّمَاءِ [وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نجزي الظَّالِمين] وَقَالَ اللَّهُ تَعَالَى لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: [إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تأخَّر] قَالُوا: وَمَا فَضْلُهُ عَلَى الْأَنْبِيَاءِ؟ قَالَ: قَالَ اللَّهُ تَعَالَى: [وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاء] الْآيَةَ وَقَالَ اللَّهُ تَعَالَى لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: [وَمَا أَرْسَلْنَاك إِلَّا كَافَّة للنَّاس] فَأرْسلهُ إِلَى الْجِنّ وَالْإِنْس

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ফেরেশতাগণকে শাস্তির ভীতি প্রদর্শনমূলক সম্বোধন করা হইয়াছে; আর নবী মুহাম্মদ (ﷺ)কে অতি সম্মানজনকভাবে বিজয় ও ক্ষমার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে। আর অন্যান্য নবীগণ এলাকাভিত্তিক স্ব স্ব কওমের জন্য নবী হইয়া আগমন করিয়াছেন। আর নবী পাক (ﷺ)-কে ভাষা, গোত্র ও বর্ণ নির্বিশেষে গোটা বিশ্বের জন্য রাসূল হিসাবে প্রেরণ করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৭৩ | মুসলিম বাংলা