মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৭২
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৭২। হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম (রাঃ) বলেন, তওরাত কিতাবে হযরত মুহাম্মাদ (ﷺ)-এর গুণাবলী লিপিবদ্ধ রহিয়াছে এবং উহাতে ইহাও রহিয়াছে যে, হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ)-কে তাঁহার সঙ্গে [হযরত আয়েশা (রাঃ)-এর হুজরায়] দাফন করা হইবে। আবু মওদুদ (রঃ) বলেন, হযরত আয়েশার হুজরায় অদ্যাবধি (তাঁহার দাফনের জন্য) একটি কবরের জায়গা বাকী রহিয়াছে। —তিরমিযী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ: مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى بن مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ قَالَ أَبُو مَوْدُودٍ: وَقَدْ بَقِي فِي الْبَيْت مَوضِع قَبره رَوَاهُ الترمذيُّ
হাদীসের ব্যাখ্যা:
হুযুর (ﷺ)-কে হযরত আয়েশা (রাঃ)-এর হুজরায় দাফন করা হইয়াছে। বর্তমানে তাঁহার পার্শ্বে চিরনিদ্রায় শায়িত আছেন হযরত আবু বকর ও উমর (রাঃ)। এখনও তথায় একটি কবরের জায়গা খালি রহিয়াছে। কিয়ামতের নিকটবর্তী সময়ে হযরত ঈসা (আঃ) আকাশ হইতে অবতরণ করার পর মৃত্যুবরণ করিলে উক্ত খালি স্থানটিতে তাঁহাকে দাফন করা হইবে।
