মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৭১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৭১। হযরত কা'বে [আহবার (রাঃ)] তওরাতের উদ্ধৃতি দিয়া বর্ণনা করিয়াছেন, আমরা উহাতে লিখিত পাইয়াছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল, তিনি আমার সর্বোৎকৃষ্ট বান্দা, তিনি দুশ্চরিত্র বা বদ-মেজাজ এবং রূঢ়ভাষী নহেন, বাজারে হৈ-হল্লাকারীও নহেন। মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা গ্রহণ করেন না; বরং মাফ করিয়া দেন আর ক্ষমা করিয়া দেন। তাঁহার জন্মস্থান মক্কায় এবং হিজরত করিবেন মদীনা তাইয়্যেবায়। সিরিয়াও তাঁহার আধিপত্যে আসিবে। তাহার উম্মত হইবে খুব বেশী প্রশংসাকারী তথা সুখে-দুঃখে ও আরামে ব্যারামে সর্বাবস্থায় আল্লাহর গুণগান করিবে এবং প্রত্যেক অবস্থান স্থলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিবে। সুউচ্চ জায়গায় আরোহণকালে তাহারা আল্লাহর তীর উচ্চারণ করিবে। সূর্যের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখিবে —যখনই নামাযের সময় হইবে তখনই নামায আদায় করিবে। তাহারা শরীরের মধ্যস্থলে (কোমরে) ইযার বাঁধিবে। শরীরের পার্শ্ব (হাত-পা ইত্যাদি) ধুইয়া অযু করিবে। তাহাদের ঘোষণাকারী উচ্চ স্থানে দাঁড়াইয়া ঘোষণা (আযান) দিবে। জিহাদে তাহাদের সারি এবং নামাযেও তাহাদের সারি হইবে একইভাবে। রাত্রির বেলায় তাহাদের গুনগুন শব্দ উদ্ভাসিত হইবে মৌমাছির গুনগুনের মত। —মাসাবীহ্, দারেমীও ইহা কিঞ্চিত শাব্দিক পরিবর্তনসহ বর্ণনা করিয়াছেন ।
كتاب الفضائل والشمائل
وَعَنْ كَعْبٍ يَحْكِي عَنِ التَّوْرَاةِ قَالَ: نَجِدُ مَكْتُوبًا محمدٌ رسولُ الله عَبدِي الْمُخْتَار لَا فظٌّ وَلَا غَلِيظٍ وَلَا سَخَّابٍ فِي الْأَسْوَاقِ وَلَا يَجْزِي بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ مَوْلِدُهُ بِمَكَّةَ وَهِجْرَتُهُ بِطِيبَةَ وَمُلْكُهُ بِالشَّامِ وَأُمَّتُهُ الْحَمَّادُونَ يَحْمَدُونَ اللَّهَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ يَحْمَدُونَ اللَّهَ فِي كُلِّ مَنْزِلَةٍ وَيُكَبِّرُونَهُ عَلَى كُلِّ شَرَفٍ رُعَاةٌ لِلشَّمْسِ يُصَلُّونَ الصَّلَاةَ إِذَا جَاءَ وَقْتُهَا يتأزَّرون على أَنْصَافهمْ ويتوضؤون عَلَى أَطْرَافِهِمْ مُنَادِيهِمْ يُنَادِي فِي جَوِّ السَّمَاءِ صَفُّهُمْ فِي الْقِتَالِ وَصَفُّهُمْ فِي الصَّلَاةِ سَوَاءٌ لَهُمْ بِاللَّيْلِ دَوِيٌّ كَدَوِيِّ النَّحْلِ «. هَذَا لَفْظُ» الْمَصَابِيحِ وَرَوَى الدَّارِمِيُّ مَعَ تَغْيِير يسير
tahqiqতাহকীক:তাহকীক চলমান