মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৫৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৫৭। হযরত আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একবার তিনি কাফেরদের মুখে হুযূর (ﷺ)-এর বিরুদ্ধে তিরস্কারমূলক কিছু কথা শুনিতে পাইলেন। ইহাতে তিনি ক্ষুব্ধ হইয়া নবী (ﷺ)-এর নিকট ছুটিয়া আসিলেন এবং কথাটি তাঁহাকে জানাইলেন। এতদশ্রবণে নবী (ﷺ) মিম্বরে দাঁড়াইয়া বলিলেনঃ তোমরা বল দেখি আমি কে? সাহাবীগণ উত্তর করিলেন, 'আপনি আল্লাহর রাসূল।' তিনি বলিলেন, আমি হইলাম “আব্দুল্লাহ্ ইবনে আব্দুল মোত্তালিবের পুত্র মুহাম্মাদ।” আল্লাহ্ তা'আলা যেই সমস্ত মাখলুক সৃষ্টি করিয়াছেন তন্মধ্যে আমাকে উত্তম শ্রেণীতে সৃষ্টি করিয়াছেন। সেই মানব শ্রেণীকে আবার দুই ভাগে (আরব ও আজম) নামে বিভক্ত করিয়াছেন। আর আমাকে উহার উত্তম দলে (আরবের মধ্যে) সৃষ্টি করিয়াছেন। অতঃপর সেই দলকে আবার বিভিন্ন গোত্রে বিভক্ত করিয়াছেন। উহাদের মধ্যে আমাকে উত্তম গোত্রে (কুরাইশ গোত্রে) সৃষ্টি করিয়াছেন। আবার সেই গোত্রকেও বিভিন্ন পরিবারে বিভক্ত করিয়াছেন। তন্মধ্যে উত্তম পরিবার (হাশেমী পরিবারে আমাকে সৃষ্টি করিয়াছেন। সুতরাং ব্যক্তি ও পরিবার হিসাবে আমি সর্বোত্তম। —তিরমিযী
كتاب الفضائل والشمائل
وَعَن الْعَبَّاس أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنَّهُ سَمِعَ شَيْئًا فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: «مَنْ أَنَا؟» فَقَالُوا: أَنْتَ رَسُولُ اللَّهِ. فَقَالَ: «أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ ثمَّ جعلهم فرقتَيْن فجعلني فِي خير فِرْقَةً ثُمَّ جَعَلَهُمْ قَبَائِلَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ قَبيلَة ثمَّ جعله بُيُوتًا فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ بَيْتًا فَأَنَا خَيْرُهُمْ نفسا وَخَيرهمْ بَيْتا» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হুযুর (ﷺ) যে, خير البشر ও خير البرية অর্থাৎ, সৃষ্টির সেরা, ইহাতে কাহারও দ্বিমত পোষণের অবকাশ নাই এবং ইহা অস্বীকারকারী যেমন সূর্যের আলোকে অস্বীকার করিল। কাজেই হুযূর (ﷺ)-এর এইভাবে নিজের পরিচয় পেশ করা গর্ব-অহংকার নহে; বরং সাধারণের অবগতির জন্য প্রকৃত অবস্থার বহিঃপ্রকাশ।