মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৫৬
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৫৬। হযরত আওফ ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা এই মুসলিম উম্মতের উপর দুই তলোয়ার একত্রিত করিবেন না। এক তলোয়ার মুসলমানদের পক্ষ হইতে এবং অপর তলোয়ার শত্রুদের পক্ষ হইতে। —আবু দাউদ
وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَنْ يَجْمَعَ اللَّهُ عَلَى هَذِهِ الْأُمَّةِ سَيْفَيْنِ: سَيْفًا مِنْهَا وسَيفاً منْ عدُوِّها رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, যখন মুসলমানরা পরস্পরে লড়াই করিবে তখন কোন কাফের জাতি মুসলমানদের উপর আক্রমণ করিতে সাহস করিবে না। ইহা হুযূর (ﷺ)-এর দো'আর বরকতেই হইয়াছে।
