মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৫৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৫৫। হযরত আবু মালেক আল আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (হে মুসলমানগণ।) মহাপরাক্রমশালী আল্লাহ্ তোমাদিগকে তিনটি জিনিস হইতে রক্ষা করিয়াছেন। (১) তোমাদের নবী তোমাদের প্রতিকূলে এমন কোন বদ্-দো'আ করিবেন না যাহাতে তোমরা সবাই ধ্বংস হইয়া যাও। (২) বাতিল ও গোমরাহ্ সম্প্রদায় কখনও হকপন্থীদের উপর প্রাধান্য লাভ করিতে পারিবে না এবং (৩) সমষ্টিগতভাবে আমার উম্মত গোমরাহীর (তথা অন্যায়ের) উপরে একত্রিত হইবে না। –আবু দাউদ
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَجَارَكُمْ مِنْ ثَلَاثِ خِلَالٍ: أَنْ لَا يَدْعُوَ عَلَيْكُمْ نَبِيُّكُمْ فَتَهْلَكُوا جَمِيعًا وَأَنْ لَا يُظْهِرَ أَهْلَ الْبَاطِلِ على أهلِ الحقِّ وَأَن لَا تجتمِعوا على ضَلَالَة . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের বাক্য “উম্মত গোমরাহীর উপর একত্রিত হইবে না” দ্বারা প্রমাণিত হয় যে, ‘এজ্মায়ে উম্মত' শরীআতের একটি অকাট্য দলীল।