মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৫৪
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৫৪। হযরত খাববাব ইবনুল আরাত্ব (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে নামায পড়াইলেন এবং নামায খুব দীর্ঘায়িত করিলেন। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি তো আজ এমনভাবে নামায পড়িয়াছেন যে, এইরূপ নামায আপনি আর কখনও পড়েন নাই। তিনি বলিলেনঃ হ্যাঁ, ঠিকই বলিয়াছ। কেননা, ইহা ছিল রহমতের আশায় আশান্বিত এবং আযাবের ভয়ে ভীত-সন্ত্রস্ত অবস্থার নামায। আমি এই নামাযের মধ্যেই আল্লাহর কাছে তিনটি জিনিস চাহিয়াছি। তিনি দুইটি আমাকে দিয়াছেন এবং একটি নিষেধ করিয়াছেন। (১) আমি চাহিয়াছিলাম যেন আমার উম্মতকে (ব্যাপক) দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করা হয়। তিনি আমাকে ইহা দান করিয়াছেন। (২) আমি চাহিয়াছিলাম যেন সমগ্র মুসলমানদের উপর অমুসলিমগিকে চাপাইয়া দেওয়া না হয়। ইহাও তিনি আমাকে দান করিয়াছেন। (৩) আর আমি ইহাও চাহিয়াছিলাম, যেন আমার উম্মতের কেহ অপরের উপর অত্যাচার না করে, কিন্তু ইহা তিনি আমাকে দান করেন নাই। —তিরমিযী ও নাসাঈ
الْفَصْل الثَّانِي
عَن خبَّابِ بنِ الأرتِّ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ فَأَطَالَهَا. قَالُوا: يَا رَسُولَ الله صلَّيتَ صَلَاةً لَمْ تَكُنْ تُصَلِّيهَا قَالَ: «أَجَلْ إِنَّهَا صَلَاةُ رَغْبَةٍ وَرَهْبَةٍ وَإِنِّي سَأَلْتُ اللَّهَ فِيهَا ثَلَاثًا فَأَعْطَانِي اثْنَتَيْنِ وَمَنَعَنِي وَاحِدَةً سَأَلْتُهُ أَنْ لَا يُهْلِكَ أُمَّتِي بِسَنَةٍ فَأَعْطَانِيهَا وَسَأَلْتُهُ أَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَعْطَانِيهَا وَسَأَلْتُهُ أَنْ لَا يُذِيقَ بَعْضَهُمْ بَأْسَ بَعْضٍ فمنعَنيها» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৫৪ | মুসলিম বাংলা