মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৫৮
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৫৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার জন্য নবুওত কখন হইতে নির্ধারণ করা হইয়াছে? তিনি বলিলেনঃ সেই সময় হইতে, যখন হযরত আদম (আঃ) আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। —তিরমিযী।
وَعَن أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَتَى وَجَبَتْ لَكَ النُّبُوَّةُ؟ قَالَ: «وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সেই সময় আদমের শুধু দৈহিক কায়া বা পুতুল তৈয়ার করা হইয়াছিল। তখনও দেহের ভিতরে রূহ্ বা প্রাণ ঢুকান হয় নাই। মোটকথা, তিনি আদমের সৃষ্টির পূর্ব হইতেই নবুওতের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন।
