মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৪৫
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমার দৃষ্টান্ত ও (আমার পূর্ববর্তী) অন্যান্য নবীদের দৃষ্টান্ত হইল এইরূপ— যেমন, একটি প্রাসাদ, যাহা সৌন্দর্যমণ্ডিত করিয়া নির্মাণ করা হইয়াছে, কিন্তু এক স্থানে একটি ইটের জায়গা খালি রাখা হইয়াছে। অতঃপর লোকেরা উহা ঘুরিয়া দেখিয়া বিস্মিত হয় যে, উহার নির্মাণ কত সুন্দর, কিন্তু একটি ইটের স্থান খালি রহিয়াছে। রাসূলুল্লাহ্ (ছাঃ) বলেন, আমিই উক্ত খালি ইটের স্থানটি পূর্ণ করি। আমার দ্বারাই উক্ত প্রাসাদটি সমাপ্ত করা হইয়াছে এবং আমার দ্বারাই নবী আগমনের সিলসিলা শেষ করা হইয়াছে।
অপর এক রেওয়ায়তে আছে—আমিই সেই ইট এবং আমিই নবীদের সিলসিলা সমাপ্তকারী। —মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلِي وَمَثَلُ الْأَنْبِيَاءِ كَمَثَلِ قَصْرٍ أُحْسِنَ بُنْيَانُهُ تُرِكَ مِنْهُ مَوضِع لبنة فَطَافَ النظَّارُ يتعجَّبونَ من حُسنِ بنيانِه إِلَّا مَوْضِعَ تِلْكَ اللَّبِنَةِ فَكُنْتُ أَنَا سَدَدْتُ مَوْضِعَ اللَّبِنَةِ خُتِمَ بِيَ الْبُنْيَانُ وَخُتِمَ بِي الرُّسُلُ» . وَفِي رِوَايَةٍ: «فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

নবুওত ও রেসালতের পরম্পরাকে উপমা দেওয়া হইয়াছে সুন্দরতম অট্টালিকার সাথে। আর হুযূর (ﷺ)-এর আগমনে খালি স্থানটি পূরণ হইল মানে, আর কোন ইটের স্থান অবশিষ্ট নাই। সুতরাং তিনিই হইলেন শেষ নবী। তাঁহার পর আর কোন নূতন নবীর আগমন ঘটিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৪৫ | মুসলিম বাংলা