মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৪৪
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমিই সর্বপ্রথম বেহেশতের জন্য শাফা'আতকারী। এত অধিক সংখ্যক লোক আমার নবুওত ও রেসালতকে বিশ্বাস করিয়াছে যে, কোন নবীকেই অনুরূপ সংখ্যক লোক বিশ্বাস করে নাই এবং এমন নবীও অতিবাহিত হইয়াছেন যাহার উম্মতের মধ্যে শুধু এক ব্যক্তি তাঁহাকে বিশ্বাস করিয়াছে। —মুসলিম
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ شَفِيعٍ فِي الْجَنَّةِ لَمْ يُصَدَّقْ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ مَا صُدِّقْتُ وَإِنَّ مِنَ الْأَنْبِيَاءِ نَبِيًّا مَا صَدَّقَهُ مِنْ أُمَّته إِلَّا رجل وَاحِد» . رَوَاهُ مُسلم
