মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৪৬
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এমন কোন নবী অতিবাহিত হন নাই যাহাকে অনুরূপ কিছু মু'জেযা দেওয়া হয় নাই, যাহার অনুপাতে লোকেরা ঈমান আনিয়াছে। কিন্তু আমাকে যাহা দেওয়া হইয়াছে তাহা হইল অহী, যাহা আল্লাহ্ তা'আলা আমার কাছে নাযিল করিয়াছেন। সুতরাং আমি আশা করি, কিয়ামতের দিন তাঁহাদের তুলনায় আমার অনুসারীর সংখ্যা হইবে সর্বাধিক। — মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنَ الْأَنْبِيَاءِ مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أُعْطِيَ مِنَ الْآيَاتِ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَى اللَّهُ إِلَيَّ وَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
এখানে ‘অহী' অর্থ কোরআন মজীদ। অর্থাৎ, সমস্ত নবীদের মু'জেযা ছিল সমকালীন —ক্ষণস্থায়ী। সুতরাং তাঁহাদের ওফাতের সঙ্গে সঙ্গেই তাঁহাদের মু'জেযার কার্যকারিতাও শেষ হইয়া গিয়াছে। কিন্তু নবী মোস্তফা (ﷺ)-এর ওফাতের পরও উহার কার্যকারিতা পূর্ববৎ বহাল রহিয়াছে এবং কিয়ামত পর্যন্ত অবিকল একই অবস্থায় থাকিবে। কাজেই উহার উপর ঈমান স্থাপনকারীর সংখ্যা তুলনামূলক অধিক হইবেই।
