মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৪৭
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হইয়াছে, যাহা আমার পূর্বে আর কাহাকেও দেওয়া হয় নাই। (১) আমাকে এক মাসের দূরত্বের মধ্যে রোব (ভীতি) দ্বারা সাহায্য করা হইয়াছে। (২) আমার জন্য মাটিকে মসজিদ ও পবিত্রতা অর্জনের উপাদান বানান হইয়াছে। কাজেই আমার উম্মতের কোন ব্যক্তির যেখানেই নামাযের সময় হইয়া যাইবে, সে যেন সেখানেই নামায আদায় করিয়া নেয়। (৩) আমার জন্য গনীমতের মাল হালাল করা হইয়াছে, যাহা ইতিপূর্বে কাহারও জন্য হালাল ছিল না। (৪) আমাকে শাফাআতের অধিকার দেওয়া হইয়াছে। (৫) প্রত্যেক নবী প্রেরিত হইয়াছেন কেবলমাত্র আপন আপন সম্প্রদায়ের জন্য, কিন্তু আমি প্রেরিত হইয়াছি সমগ্র মানব জাতির জন্য। —মোত্তাঃ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتي أدركتْه الصَّلاةُ فليُصلِّ وأُحلَّتْ لي المغانمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَأَعْطِيتُ الشَّفَاعَةَ وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عامَّةً . مُتَّفق عَلَيْهِ
