মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৪০
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪০। হযরত ওয়াসিলা ইবনুল আসকা' (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহ্ তা'আলা ইসমাঈলের বংশধর হইতে “কেনানা'র খান্দানকে নির্বাচন করিয়াছেন। আবার কেনানার খান্দান হইতে কুরাইশ বংশকে নির্বাচন করিয়াছেন। আবার কুরাইশ বংশ হইতে বনু হাশেম পরিবারকে নির্বাচন করিয়াছেন। পরিশেষে বনু হাশেম পরিবার হইতে আমাকেই মনোনীত করিয়াছেন। —মুসলিম, তিরমিযীর বর্ণনায় আছে—আল্লাহ্ তা'আলা ইবরাহীমের বংশে ইসমাঈলকে এবং ইসমাঈলের বংশে বনু কেনানাকে মনোনীত করিয়াছেন।
وَعَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ اصْطَفَى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنَى هَاشِمٍ وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ» . رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ لِلتِّرْمِذِيِّ: «إِنَّ اللَّهَ اصْطَفَى مِنْ ولد إِبْرَاهِيم إِسْمَاعِيل وَاصْطفى من ولد إِسْمَاعِيل بني كنَانَة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৪০ | মুসলিম বাংলা