মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৩৯
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৩৯। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি আদম সন্তানদের প্রত্যেক যুগের উত্তম শ্রেণীতে যুগের পর যুগ স্থানান্তরিত হইয়া আসিয়াছি। অবশেষে ঐ যুগে জন্মগ্রহণ করি, যেই যুগে আমি বর্তমানে আছি। বুখারী
بَابُ فَضَائِلِ سَيِّدِ الْمُرْسَلِينَ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُعِثْتُ مِنْ خَيْرِ قُرُونِ بَنِي آدَمَ قَرْنًا فَقَرْنًا حَتَّى كُنْتُ من القرنِ الَّذِي كنتُ مِنْهُ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই জাতীয় অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হইয়াছে যে, রাসূলে খোদা হযরত মুহাম্মদ (ﷺ) -এর মর্যাদা সমস্ত নবীদের উপরে। সমস্ত উম্মতের ঐক্যমত যে, হযরত মুহাম্মদ (ﷺ) আদম সন্তানদের সর্দার এবং রাসূলদের নেতা। তাঁহার পরে হযরত ইবরাহীম খলীলুল্লাহ্ ও মূসা (আঃ)।
হাদীসটির তাৎপর্য হইল—রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পূর্বপুরুষগণ সকলেই নিজ নিজ যুগে সম্ভ্রান্ত ও শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তাঁহার পূর্বপুরুষদের কেহই হীন বা অকুলীন ছিলে না।অবশেষে তিনিও সেই শ্রেষ্ঠত্ব লইয়াই জন্মগ্রহণ করিয়াছেন।
হাদীসটির তাৎপর্য হইল—রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পূর্বপুরুষগণ সকলেই নিজ নিজ যুগে সম্ভ্রান্ত ও শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তাঁহার পূর্বপুরুষদের কেহই হীন বা অকুলীন ছিলে না।অবশেষে তিনিও সেই শ্রেষ্ঠত্ব লইয়াই জন্মগ্রহণ করিয়াছেন।
