মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭১৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭১৪। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেনঃ (মে'রাজের রাত্রিতে) নবীগণকে আমার সম্মুখে উপস্থিত করা হয়। তন্মধ্যে হযরত মুসা (আঃ)-কে দেখিলাম, তিনি মাঝারি ধরনের পুরুষ। মনে হইতেছিল তিনি যেন শানুয়া গোত্রেরই একজন লোক। আর হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ)-কেও দেখিলাম, আমি যে সমস্ত লোকদিগকে দেখিয়াছি, তাহাদের মধ্যে তিনি উরওয়া ইবনে মাসউদের ঘনিষ্ঠ সদৃশের এবং আমি হযরত ইবরাহীম (আঃ)-কে দেখিয়াছি। তাহাকে দেখিলাম, তিনি অনেকটা তোমাদের বন্ধুর অর্থাৎ, নবী (ছাঃ)-এর ঘনিষ্ঠ সদৃশের লোক। আর হযরত জিবরাঈল (আঃ)-কে দেখিলাম, তিনি হইলেন আমার দেখা লোকদের মধ্যে দেহইয়া ইবনে খলীফার সদৃশ। মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُرِضَ عَلَيَّ الْأَنْبِيَاءُ فَإِذَا مُوسَى ضَرْبٌ مِنَ الرِّجَالِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنوءَةَ ورأيتُ عِيسَى بن مَرْيَم فإِذا أقربُ مَن رأيتُ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ وَرَأَيْتُ إِبْرَاهِيمَ فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا صَاحِبُكُمْ - يَعْنِي نَفْسَهُ - وَرَأَيْتُ جِبْرِيلَ فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا دِحْيَةُ بْنُ خَلِيفَةَ» . رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭১৪ | মুসলিম বাংলা