মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭১৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭১৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যেই রাত্রে আমার মে'রাজ হইয়াছে, সেই রাত্রে আমি হযরত মুসা (আঃ)-কে দেখিয়াছি, তিনি শ্যামবর্ণ, দীর্ঘকায় এবং কোঁকড়ানো চুলবিশিষ্ট লোক। দেখিতে 'শানুয়া' গোত্রের লোকদের একজন বলিয়া মনে হয়। আর হযরত ঈসা (আঃ)-কে দেখিয়াছি মধ্যম গড়নের লাল-সাদা সংমিশ্রিত বর্ণের, মাথার চুলগুলি সোজা। অতঃপর আমি দেখিতে পাইয়াছি দোযখের দারোগা মালেক এবং দাজ্জালকেও ঐসমস্ত নিদর্শনগুলির মধ্যে, যেগুলি আল্লাহ্ তা'আলা আমাকে দেখাইয়াছেন। অতএব, তাহার সাথে তোমার যে সাক্ষাৎ ঘটিবে, ইহাতে তুমি কোন সন্দেহ পোষণ করিও না। —মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي مُوسَى رَجُلًا آدَمَ طُوَالًا جَعْدًا كَأَنَّهُ شنُوءَة وَرَأَيْت رَجُلًا مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ سَبْطَ الرَّأْسِ وَرَأَيْتُ مَالِكًا خَازِنَ النَّارِ وَالدَّجَّالَ فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ فَلَا تَكُنْ فِي مرية من لِقَائِه» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

فَلَا تَكُن فِي مِرْيَةٍ مِّن لِّقَائِهِ এই বাক্য দ্বারা নবী (ﷺ)-কে সম্বোধন করিয়া বলা হইয়াছে যে, হযরত মূসার সাথে তোমার যে সাক্ষাৎ হইবে, ইহাতে সন্দেহের অবকাশ নাই। অথবা لِّقَائِهِ দ্বারা দাজ্জালকে বুঝান হইয়াছে। তখন সম্বোধন হইবে সর্বজন। অর্থাৎ, একদিন যে দাজ্জালের আবির্ভাব ঘটিবে, তাহাতে সন্দেহের কিছুই নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭১৫ | মুসলিম বাংলা