মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৯৫
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জাহান্নামের সৃষ্টি
৫৬৯৫। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: দোযখে অনবরত (জ্বিন-ইনসানকে) নিক্ষেপ করা হইবে। তখন দোযখ বলিতে থাকিবে, আরও অধিক কিছু আছে কি? এইভাবে ততক্ষণ পর্যন্ত বলিতে থাকিবে, যতক্ষণ না মহাপরাক্রমশালী আল্লাহ্ উহার মধ্যে নিজের পবিত্র পা রাখিবেন। তখন দোযখের একাংশ অপর অংশের সহিত চাপিয়া যাইবে এবং বলিবে, তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম! যথেষ্ট হইয়াছে, যথেষ্ট হইয়াছে। আর বেহেশতের মধ্যে লোকদের প্রবেশের পরও অতিরিক্ত স্থান থাকিয়া যাইবে, এমন কি আল্লাহ্ তা'আলা উহার জন্য নূতন নূতন মাখলুক সৃষ্টি করিয়া তাহাদিগকে বেহেশতের সেই সমস্ত খালি জায়গায় অবস্থান করাইবেন। —মোত্তাঃ, এবং এই প্রসংগে হযরত আনাস কর্তৃক বর্ণিত হাদীস حُفَّتِ الجنَّةُ بالمكارِه 'রিকাক' অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَزَالُ جَهَنَّمَ يُلْقَى فِيهَا وَتَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ؟ حَتَّى يَضَعَ رَبُّ العزَّةِ فِيهَا قدَمَه فينزَوي بَعْضُهَا إِلَى بَعْضٍ فَتَقُولُ: قَطْ قَطْ بِعِزَّتِكَ وَكَرَمِكَ وَلَا يَزَالُ فِي الْجَنَّةِ فَضْلٌ حَتَّى يُنْشِئَ اللَّهُ لَهَا خَلْقًا فَيُسْكِنُهُمْ فَضْلَ الْجَنَّةِ . مُتَّفق عَلَيْهِ وذكرَ حَدِيث أنسٍ: «حُفَّتِ الجنَّةُ بالمكارِه» فِي «كتاب الرقَاق»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬৯৫ | মুসলিম বাংলা