মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৯৬
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জাহান্নামের সৃষ্টি
৫৬৯৬। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেন, আল্লাহ্ পাক যখন বেহেশত তৈয়ার করিলেন, তখন জিবরাঈল (আঃ)-কে বলিলেন, যাও, বেহেশতখানা দেখিয়া আস। তিনি গিয়া উহা এবং উহার অধিবাসীদের জন্য যেই সমস্ত জিনিস আল্লাহ্ তৈয়ার করিয়া রাখিয়াছেন, সবকিছু দেখিয়া আসিলেন এবং বলিলেন, আয় রব। তোমার ইজ্জতের কসম! যে কেহ এই বেহেশতের অবস্থা সম্পর্কে শুনিবে, সে অবশ্যই উহাতে প্রবেশ করিবে। (অর্থাৎ, প্রবেশের আকাঙ্ক্ষা করিবে।) অতঃপর আল্লাহ্ তা'আলা বেহেশতের চতুষ্পার্শ্ব কষ্টসমূহ দ্বারা বেষ্টন করিয়া দিলেন, অতঃপর পুনরায় জিবরাঈলকে বলিলেনঃ হে জিবরাঈল! আবার যাও এবং পুনরায় বেহেশত দেখিয়া আস। তিনি গিয়া উহা দেখিয়া আসিলেন এবং বলিলেন, হে আমার পরওয়ারদিগার! এখন যাহাকিছু দেখিলাম, উহার প্রবেশপথ যে কষ্টকর। ইহাতে আমার আশংকা হইতেছে যে, কোন একজনই উহাতে প্রবেশ করিবে না।
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, অতঃপর আল্লাহ্ তা'আলা যখন দোষখকে সৃষ্টি করিলেন, তখন বলিলেনঃ হে জিবরাঈল! যাও, দোযখটি দেখিয়া আস। তিনি যাইয়া দেখিবেন অতঃপর আসিয়া বলিবেন, আয় রব! তোমার ইজ্জতের কসম! যে কেহ এই দোযখের ভয়ংকর অবস্থার কথা শুনিবে, সে কখনও উহাতে প্রবেশ করিবে না। (অর্থাৎ, এমন কাজ করিবে, যাহাতে উহা হইতে বাঁচিয়া থাকিতে পারে।) অতঃপর আল্লাহ্ তা'আলা দোযখের চতুষ্পার্শ্বে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা বেষ্টন করিলেন এবং পুনরায় জিবরাঈলকে বলিলেন, আবার যাও এবং দ্বিতীয়বার উহা দেখিয়া আস। তিনি গেলেন এবং এইবার দেখিয়া আসিয়া বলিলেন, আয় রব। তোমার ইজ্জতের কসম করিয়া বলিতেছি, আমার আশংকা হইতেছে, একজন লোকও উহাতে প্রবেশ ব্যতীত বাকী থাকিবে না। – তিরমিযী, আবু দাউদ ও নাসাঈ
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ: اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا وَإِلَى مَا أَعَدَّ اللَّهُ لِأَهْلِهَا فِيهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا ثُمَّ حَفَّهَا بالمكارِه ثُمَّ قَالَ: يَا جِبْرِيلُ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ . قَالَ: فَلَمَّا خَلَقَ اللَّهُ النَّارَ قَالَ: يَا جبريلُ اذهبْ فانظرْ إِليها فذهبَ فنظرَ إِليها فَقَالَ: أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلُهَا فَحَفَّهَا بِالشَّهَوَاتِ ثُمَّ قَالَ: يَا جبريلُ اذهبْ فانظرْ إِليها فذهبَ فَنَظَرَ إِلَيْهَا فَقَالَ: أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا دَخَلَهَا . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬৯৬ | মুসলিম বাংলা