মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৯৪
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জাহান্নামের সৃষ্টি
৫৬৯৪। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ঃ বেহেশত ও দোযখ উভয়ে (তাহাদের রবের কাছে) অভিযোগ করিল। দোযখ বলিল, ব্যাপার কি? আমাকে শুধু অহংকারী ও স্বৈরাচারীদের জন্য নির্ধারণ করা হইয়াছে ? আর বেহেশত বলিল, ব্যাপার কি? আমার মধ্যে কেবলমাত্র দুর্বল, নিম্নস্তরের ও নির্বোধ লোকেরাই প্রবেশ করিবে? তখন আল্লাহ্ তা'আলা বেহেশতকে বলিলেন: তুমি আমার রহমতের বিকাশ । সুতরাং আমার বান্দাদের হইতে যাহাকে চাহিব, আমি তোমার দ্বারা তাহার প্রতি অনুগ্রহ করিব। আর দোযখকে বলিলেন: তুমি আমার আযাবের বিকাশ। অতএব, আমার বান্দাদের যাহাকে চাহিব, আমি তোমার দ্বারা তাহাকে আযাব ও শাস্তি দিব এবং তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ করা হইবে। অবশ্য দোযখ তখন পর্যন্ত পূর্ণ হইবে না; যতক্ষণ না আল্লাহ্ তা'আলা তাঁহার পবিত্র পা উহার মধ্যে রাখিবেন। তখন দোযখ বলিবে, যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট হইয়াছে। এই সময় দোযখ পরিপূর্ণ হইয়া যাইবে। এবং উহার এক অংশকে আরেক অংশের সহিত চাপাইয়া দেওয়া হইবে। বস্তুতঃ আল্লাহ্ তা'আলা তাহার মাখলুকের কাহারও প্রতি সামান্য পরিমাণও অবিচার করিবেন না। আর বেহেশতের ব্যাপার হইল, উহার (খালি অংশ পুরণের) জন্য আল্লাহ্ নূতন নূতন মাখলুক সৃষ্টি করিবেন। —মোত্তাঃ
بَاب خلق الْجنَّة وَالنَّار: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَحَاجَّتِ الْجَنَّةُ وَالنَّارُ فَقَالَتِ النَّارُ: أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ وَقَالَتِ الْجَنَّةُ: فَمَا لِي لَا يَدْخُلُنِي إِلَّا ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ وَغِرَّتُهُمْ. قَالَ اللَّهُ تَعَالَى لِلْجَنَّةِ: إِنَّمَا أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَقَالَ لِلنَّارِ: إِنَّمَا أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا فَأَمَّا النَّارُ فَلَا تَمْتَلِئُ حَتَّى يَضَعَ اللَّهُ رِجْلَهُ. تَقُولُ: قَطْ قَطْ قَطْ فَهُنَالِكَ تَمْتَلِئُ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ فَلَا يَظْلِمُ اللَّهُ مِنْ خَلْقِهِ أَحَدًا وَأَمَّا الْجَنَّةُ فإِنَّ اللَّهَ ينشئ لَهَا خلقا . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

আমরা পূর্বেই বলিয়াছি, আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা ও মায্হাব হইল—বেহেশত ও দোযখ আল্লাহ্ তা'আলা সৃষ্টি করিয়া রাখিয়াছেন, বর্তমানেও মওজুদ রহিয়াছে এবং হামেশা বিদ্যমান থাকিবে। যদিও স্থান ও আয়তন আমাদের জানা নাই। কিন্তু উহা ঐ সকল গায়বী (অদৃশ্য) বিষয়ের অন্তর্ভুক্ত, যাহার উপর বিশ্বাস রাখা আমাদের ঈমানের অঙ্গ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬৯৪ | মুসলিম বাংলা