মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৫৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৫৯। হযরত আবু যর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করিলাম, আপনি কি (মে'রাজের রাত্রে) আপনার পরওয়ারদিগারকে দেখিয়াছেন? জবাবে তিনি বলিলেনঃ তিনি তো এক বিরাট জ্যোতি বা আলো, সুতরাং আমি তাঁহাকে কিভাবে দেখিতে পারি ? – মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلَتْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ قَالَ: «نُورٌ أَنَّى أَرَاهُ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের বাক্য نور أنى أراه ইহাকে তিন প্রকারে উচ্চারণ করা যায়। যথা— (১) نور انى اراه অর্থ—তিনি তো অতি প্রখর আলো, সুতরাং আমি কিরূপে তাঁহাকে দেখিব । (২) نور انى اراه অর্থ—আমি তাঁহাকে দেখিয়াছি, তিনি নূরই নূর। (৩) نور انى اراه এ অর্থ— আমি তাঁহাকে জ্যোতিসদৃশ দেখিয়াছি। ফলকথা, আল্লাহ্ পাককে দেখা অস্বীকার করা হয় নাই, অবশ্য নূর বা জ্যোতির পর্দার দরুন চক্ষু তাহাকে আয়ত্ত করিতে সক্ষম হয় নাই, ফলে উহা বর্ণনা করাও সম্ভব নহে। والله اعلم