মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৬০
তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৬০। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى. . . . وَلَقَدْ رَآهُ نزلة أُخْرَى এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যায় বলিয়াছেন—হযরত মুহাম্মাদ (ﷺ) অন্তর-চক্ষু দ্বারা আল্লাহ্ পাককে দুইবার দেখিয়াছেন। মুসলিম আর তিরমিযীর রেওয়ায়তে আছে—উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, মুহাম্মাদ (ﷺ) তাঁহার রবকে দেখিয়াছেন। ইকরামা বলেন, আমি ইবনে আব্বাসকে প্রশ্ন করিলাম, আল্লাহ্ তাআলা কি বলেন নাই— لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يدْرك الْأَبْصَار (অর্থাৎ, চক্ষুসমূহ তাঁহাকে দেখিতে পারে না, কিন্তু তিনি চক্ষুসমূহকে দেখিতে পান।) উত্তরে ইবনে আব্বাস বলিলেন, তোমার প্রতি আক্ষেপ। আরে! উহা তো সেই সময়ের ব্যাপারে বলা হইয়াছে, যখন আল্লাহ্ পাক তাঁহার বিশেষ জ্যোতিতে আত্মপ্রকাশ করিবেন (তখন তাঁহাকে দেখা সম্ভব নহে)। তবে মুহাম্মাদ (ﷺ) তাঁহার পরওয়ারদিগারকে (স্বাভাবিক অবস্থায়) দুইবার দেখিয়াছেন।
وَعَن ابْن عَبَّاس: (مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى. . . . وَلَقَدْ رَآهُ نزلة أُخْرَى) قَالَ: رَآهُ بِفُؤَادِهِ مَرَّتَيْنِ. رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي قَالَ: رَأَى مُحَمَّدٌ رَبَّهُ. قَالَ عِكْرِمَةُ قُلْتُ: أَلَيْسَ اللَّهُ يَقُولُ: (لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يدْرك الْأَبْصَار) ؟ قَالَ: وَيحك إِذَا تَجَلَّى بِنُورِهِ الَّذِي هُوَ نُورُهُ وَقَدْ رأى ربه مرَّتَيْنِ
