মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৫৮
দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৫৮। হযরত আবু রাযীন উকাইলী (রাঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! কিয়ামতের দিন আমাদের প্রত্যেক ব্যক্তিই কি স্বতন্ত্রভাবে তাহার পরওয়ারদিগারকে দেখিতে পাইবে? তিনি বলিলেনঃ হ্যাঁ, দেখিতে পাইবে। আবু রাযীন বলেন, আমি আবার জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, তাঁহার সৃষ্টিকুলের মধ্যে ইহার কোন দৃষ্টান্ত আছে কি? উত্তরে তিনি বলিলেন ; হে আবু রাযীন! তোমাদের প্রত্যেক ব্যক্তি কি মানুষের ভীড় ব্যতিরেকে স্বতন্ত্রভাবে পূর্ণিমার চাঁদ দেখিতে পায় না? আবু রাযীন বলিলেন, হ্যাঁ। তখন হুযূর (ﷺ) বলিলেন; চাঁদ হইল আল্লাহ্ পাকের সৃষ্টিকুলের একটি সৃষ্টি। অথচ আল্লাহ্ পাক হইলেন সুমহান ও বিরাট সত্তা। —আবু দাউদ
وَبَعْضهمْ يُحسنهُ) وَعَن أبي رزين الْعقيلِيّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَكُلُّنَا يَرَى رَبَّهُ مُخْلِيًا بِهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «بَلَى» . قَالَ: وَمَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ قَالَ: «يَا أَبَا رَزِينٍ أَلَيْسَ كُلُّكُمْ يَرَى الْقَمَرَ لَيْلَةَ البدرِ مُخْلِيًا بِهِ؟» قَالَ: بَلَى. قَالَ: «فَإِنَّمَا هُوَ خَلْقٌ مِنْ خَلْقِ اللَّهِ وَاللَّهُ أَجَلُّ وَأَعْظَمُ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সৃষ্ট—মাখলুক ‘চাঁদ' দেখিতে যদি কোন অসুবিধা না হয়, তবে উহার সৃষ্টিকর্তাকে বাধা ব্যতীত কেন দেখা যাইবে না ?
