মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৫৭
দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৫৭। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিম্নমানের জান্নাতী তাহার উদ্যানসমূহ, বিবিগণ, নেয়ামতের সারি, খাদেম ও সেবককুল এবং তাহার আসনসমূহ একহাজার বৎসরের দূরত্ব পরিমাণ বিস্তীর্ণ দেখিতে পাইবে। আর আল্লাহ্ তা'আলার নিকট সেই ব্যক্তিই উচ্চ মর্যাদাসম্পন্ন ও সম্মানী হইবে, যে সকাল-সন্ধ্যা আল্লাহ্ তা'আলার দর্শন লাভ করিবে। অতঃপর হুযূর (ﷺ) এই আয়াতটি পাঠ করিলেন— (অর্থাৎ,) “সেই দিন কিছুসংখ্যক চেহারা আপন পরওয়ারদিগারের দর্শন লাভে তরতাজা ও উজ্জ্বল হইয়া উঠিবে এবং তাহাদের প্রভুর দিকে তাকাইয়া থাকিবে।” –আহমদ ও তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً لَمَنْ يَنْظُرُ إِلَى جِنَانِهِ وَأَزْوَاجِهِ وَنَعِيمِهِ وَخَدَمِهِ وَسُرُرِهِ مَسِيرَةَ أَلْفِ سَنَةٍ وَأَكْرَمَهُمْ عَلَى اللَّهِ مَنْ يَنْظُرُ إِلَى وَجْهِهِ غُدْوَةً وَعَشِيَّةً» ثُمَّ قَرَأَ (وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ إِلَى ربّها ناظرة) رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
