মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৪৩
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪৩। হযরত আবু আইউব (রাঃ) বলেন, একদা এক বেদুইন নবী (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি ঘোড়াকে খুব বেশী পছন্দ করি, বেহেশতে ঘোড়া আছে কি? উত্তরে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যদি তোমাকে জান্নাতে প্রবেশ করান হয়, তবে তোমাকে মুক্তার তৈয়ারী এমন একটি ঘোড়া দেওয়া হইবে, যাহার দুইটি ডানা রহিয়াছে, তোমাকে উহার উপরে সওয়ার করান হইবে। অতঃপর তুমি যেখানে যাইতে চাহিবে, উহা উড়াইয়া তোমাকে তথায় লইয়া যাইবে। – তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটির সনদ নির্ভরযোগ্য নহে। ইহাতে বর্ণনাকারী আবু সাওরাকে হাদীস বর্ণনায় দুর্বল গণ্য করা হয়। ইমাম তিরমিযী আরও বলিয়াছেন; আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারীকে বলিতে শুনিয়াছি, আবু সাওরা ‘মুনকারুল হাদীস', তিনি মুনকার হাদীস বর্ণনা করেন।
وَعَنْ أَبِي أَيُّوبَ قَالَ أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُحِبُّ الْخَيْلَ أَفِي الْجَنَّةِ خَيْلٌ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ أُدْخِلْتَ الْجَنَّةَ أُتِيتَ بِفَرَسٍ مِنْ يَاقُوتَةٍ لَهُ جَنَاحَانِ فَحُمِلْتَ عَلَيْهِ ثُمَّ طَارَ بِكَ حَيْثُ شِئْتَ» رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ هَذَا حَدِيثٌ لَيْسَ بِالْقَوِيِّ وَأَبُو سَوْرَةَ الرَّاوِي يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ: أَبُو سَوْرَةَ هَذَا مُنكر الحَدِيث يروي مَنَاكِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান