মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৪৪
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪৪। হযরত বুরাইদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতবাসীদের একশত বিশ কাতার হইবে। তন্মধ্যে আশি কাতার হইবে এই উম্মতের আর অবশিষ্ট চল্লিশ কাতার হইবে অন্যান্য উম্মতের। —তিরমিযী, দারেমী ও বায়হাকী তাহার কিতাবুল বা'ছে ওয়ানুশূরে
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَهْلُ الْجَنَّةِ عِشْرُونَ وَمِائَةُ صَفٍّ ثَمَانُونَ مِنْهَا مِنْ هَذِهِ الْأُمَّةِ وَأَرْبَعُونَ مِنْ سَائِرِ الْأُمَمِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ وَالْبَيْهَقِيُّ فِي كتاب الْبَعْث والنشور
হাদীসের ব্যাখ্যা:
পূর্বে এক হাদীসে বর্ণিত হইয়াছে, ‘এই উম্মত জান্নাতের অর্ধেক হইবে' সম্ভবতঃ অর্ধেক হইতে বেশী হওয়া সম্পর্কে হুযূর (ﷺ)-কে পরে অবগত করান হইয়াছে। অথবা আশি কাতার সংখ্যার দিক দিয়া চল্লিশ কাতারের সমান সমান হইবে।
