মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৪২
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪২। হযরত বুরাইদা (রাঃ) হইতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্! বেহেশতে ঘোড়া পাওয়া যাইবে কি? তিনি বলিলেনঃ যদি আল্লাহ্ তা'আলা তোমাকে বেহেশতে প্রবেশ করান আর তুমি ঘোড়ায় সওয়ার হইবার আকাঙ্ক্ষা প্রকাশ কর, তখন তোমাকে লাল বর্ণের মুক্তার ঘোড়ায় সওয়ার করান হইবে এবং তুমি বেহেশতের যথায় যাওয়ার ইচ্ছা করিবে ঘোড়া তোমাকে দ্রুত উড়াইয়া তথায় লইয়া যাইবে। আর এক ব্যক্তি জিজ্ঞাসা করিল; ইয়া রাসূলাল্লাহ্! বেহেশতে উট পাওয়া যাইবে কি? বর্ণনাকারী বলেন, তিনি পূর্বের ব্যক্তিকে যেইভাবে উত্তর দিয়াছেন, এই ব্যক্তিকে সেইভাবে উত্তর না দিয়া বলিলেন; যদি আল্লাহ্ তাআলা তোমাকে বেহেশতে প্রবেশ করান, তবে তুমি সেই সমস্ত জিনিস পাইবে, যাহাকিছু তোমার মনে চাহিবে এবং তোমার নয়ন জুড়াইবে। — তিরমিযী
وَعَن بُريدةَ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلْ فِي الْجَنَّةِ مِنْ خَيْلٍ؟ قَالَ: «إِنِ اللَّهُ أَدْخَلَكَ الْجَنَّةَ فَلَا تَشَاءُ أَنْ تُحْمَلَ فِيهَا عَلَى فَرَسٍ مِنْ يَاقُوتَةٍ حَمْرَاءَ يَطِيرُ بِكَ فِي الْجَنَّةِ حَيْثُ شِئْتَ إِلَّا فَعَلْتَ» وَسَأَلَهُ رجل فَقَالَ: يارسول الله هَل فِي الجنةِ من إِبلٍ؟ قَالَ: فَلَمْ يَقُلْ لَهُ مَا قَالَ لِصَاحِبِهِ. فَقَالَ: «إِنْ يُدْخِلْكَ اللَّهُ الْجَنَّةَ يَكُنْ لَكَ فِيهَا مَا اشْتَهَتْ نَفْسُكَ وَلَذَّتْ عَيْنُكَ» رَوَاهُ التِّرْمِذِيّ
