মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৪১
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪১। হরযত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করা হইল, 'কাওসার' কি জিনিস ? তিনি বলিলেনঃ উহা একটি নহর—যাহা আল্লাহ্ তা'আলা আমাকে দান করিয়াছেন। উহা জান্নাতে অবস্থিত। উহার পানি দুধ অপেক্ষা অধিক সাদা এবং মধুর চাইতে মিষ্টি। উহাতে এমন কিছু পাখী থাকিবে, যাহাদের গর্দান উটের গর্দানের ন্যায় (লম্বা-লম্বা)। হযরত উমর (রাঃ) বলিয়া উঠিলেন, ঐ সমস্ত পাখীগুলি নিশ্চয় খুব হৃষ্টপুষ্ট হইবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন; সেই সমস্ত পাখীগুলি ভক্ষণকারীগণ উহাদের চাইতেও হৃষ্টপুষ্ট হইবে। —তিরমিযী
وَعَنْ أَنَسٍ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ماالكوثر؟ قَالَ: «ذَاكَ نَهْرٌ أَعْطَانِيهِ اللَّهُ يَعْنِي فِي الْجَنَّةِ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ فِيهِ طَيْرٌ أَعْنَاقُهَا كَأَعْنَاقِ الْجُزُرِ» قَالَ عُمَرُ: إِنَّ هَذِهِ لَنَاعِمَةٌ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكَلَتُهَا أَنْعَمُ مِنْهَا» رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬৪১ | মুসলিম বাংলা