মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৪০
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪০। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, এবং যখন তাঁহার সম্মুখে 'সিদরাতুল মুনতাহা'র আলোচনা করা হইল, তিনি বলিলেনঃ উহার শাখার ছায়ায় দ্রুতগামী সওয়ারী একশত বৎসর ভ্রমণ করিতে পারিবে অথবা বলিয়াছেন; একশত সওয়ারী উহার ছায়ায় আশ্রয় নিতে পারিবে। এই দুই বাক্যের মধ্যে নবী (ﷺ) কোন্ বাক্যটি বলিয়াছেন ইহাতে বর্ণনাকারীর সন্দেহ রহিয়াছে। উহা সোনার পতঙ্গ দ্বারা বেষ্টিত থাকিবে। উহার ফল মটকার ন্যায় বৃহদাকারের হইবে। —তিরমিযী। আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَن أَسمَاء بنت أبي بكر قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذُكِرَ لَهُ سِدْرَةُ الْمُنْتَهَى قَالَ: «يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّ الْفَنَنِ مِنْهَا مِائَةَ سَنَةٍ أَوْ يَسْتَظِلُّ بِظِلِّهَا مِائَةُ رَاكِبٍ - شَكَّ الرَّاوِي - فِيهَا فَرَاشُ الذَّهَبِ كَأَنَّ ثَمَرَهَا الْقِلَالُ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান