মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৮৭
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৮৭। হযরত আবু যর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি এমন এক ব্যক্তি সম্পর্কে অবগত আছি, যে জান্নাতীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে এবং সর্বশেষ জাহান্নামী, যে উহা হইতে বাহির হইয়া আসিবে। কিয়ামতের দিন তাহাকে আল্লাহ্ তা'আলার সম্মুখে উপস্থিত করা হইবে। তখন ফিরিশতাদিগকে বলা হইবে, তাহার ছোট ছোট গোনাহসমূহ তাহার সম্মুখে উপস্থিত কর এবং বড় বড় গোনাহ্ গুলি সরাইয়া রাখ। তখন তাহার ছোট ছোট গোনাহ্গুলিই তাহার সম্মুখে উপস্থিত করা হইবে। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইবে; আচ্ছা বল তো, অমুক অমুক দিন অমুক অমুক কাজটি তুমি করিয়াছিলে? সে বলিবে, হা, করিয়াছি। বস্তুতঃ উহা সে অস্বীকার করিতে পারিবে না। তবে তাহার বড় বড় গোনাহসমূহ উপস্থিত করা সম্পর্কে সে অত্যন্ত ভীত-সন্ত্রস্ত থাকিবে। তখন তাহাকে বলা হইবে, যাও তোমার প্রতিটি গোনাহের স্থলে তোমাকে এক একটি নেকী দেওয়া হইল। তখন সে বলিবে, হে আমার পরওয়ারদিগার! আমি তো এমন কিছু (বড় বড়) গোনাহ্ করিয়াছিলাম, যেইগুলিকে আমি এখানে দেখিতে পাইতেছি না। বর্ণনাকারী হযরত আবু যর (রাঃ) বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসিতে দেখিয়াছি যে, তাহার মাঢ়ির দাত পর্যন্ত প্রকাশ হইয়া পড়িয়াছে। —মুসলিম
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا رَجُلٌ يُؤْتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ: اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ وَارْفَعُوا عَنْهُ كِبَارهَا فتعرض عَلَيْهِ صغَار ذنُوبه وفيقال: عملت يَوْم كَذَا وَكَذَا وَكَذَا وَكَذَا وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا؟ فَيَقُولُ: نَعَمْ. لَا يَسْتَطِيعُ أَنْ يُنْكِرَ وَهُوَ مُشْفِقٌ مِنْ كِبَارِ ذُنُوبِهِ أَنْ تُعْرَضَ عَلَيْهِ. فَيُقَالُ لَهُ فَإِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً. فَيَقُولُ: رَبِّ قَدْ عَمِلْتُ أَشْيَاءَ لَا أَرَاهَا هَهُنَا وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ. رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, এমন ক্ষুদ্র ক্ষুদ্র গোনাহগুলি যখন আমলনামার দফতর হইতে বাদ পড়ে নাই, তাহা হইলে ইহার পরই তো বড় বড় গোনাহগুলি সম্মুখে হাযির করা হইবে, তখন তো আমার আর রক্ষা নাই; এই ভাবিয়া সে সন্ত্রস্ত ছিল। কিন্তু যখন ছোট গোনাহর বিনিময়ে সওয়াব প্রাপ্ত হইল, তখন বড় গোনাহর বিনিময়ে আরও বড় পুরস্কারের আশায় সেগুলি প্রকাশের জন্য আকাঙ্ক্ষিত হইয়া পড়িল ।
