মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৮৬
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৮৬। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ জাহান্নাম হইতে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এবং সর্বশেষে জান্নাতে প্রবেশ কারীকে আমি খুব ভালভাবেই চিনি। সে এমন এক ব্যক্তি, যে হামাগুড়ি দিয়া দোযখ হইতে বাহির হইয়া আসিবে। আল্লাহ্ তাহাকে বলিবেনঃ যাও, তুমি জান্নাতে প্রবেশ কর। সে আসিয়া ধারণা করিবে যে, উহা পরিপূর্ণ হইয়া আছে। তখন সে বলিবে, হে আমার রব। আমি তো উহাকে ভরতি পাইয়াছি, তখন আল্লাহ্ বলিবেন: তুমি যাও এবং জান্নাতে প্রবেশ কর। তোমাকে জান্নাতে দুনিয়ার সমপরিমাণ এবং উহার দশ গুণ জায়গা দেওয়া হইল। তখন সে বলিবে, হে রব। আপনি কি আমার সাথে হাসি-ঠাট্টা করিতেছেন? অথচ আপনি তো (সকল বাদশাহর) বাদশাহ্। ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি দেখিলাম, এই কথাটি বলিয়া রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসিলেন যে, তাঁহার মাঢ়ির দাত পর্যন্ত প্রকাশ হইয়া পড়িল। আর বলা হয়, এই ব্যক্তি মর্যাদার দিক দিয়া হইবে জান্নাতীদের সর্বনিম্ন স্তরের। —মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ حَبْوًا. فَيَقُولُ اللَّهُ: اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا. فَيَقُولُ: أَتَسْخَرُ مِنِّي - أَوْ تَضْحَكُ مِنِّي - وَأَنْتَ الْمَلِكُ؟ وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ وَكَانَ يُقَالُ: ذَلِكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً. مُتَّفَقٌ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৫৮৬ | মুসলিম বাংলা