মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৮৮
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৮৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন: জাহান্নাম হইতে চার ব্যক্তিকে বাহির করিয়া আল্লাহ্ তা'আলার সম্মুখে উপস্থিত করা হইবে। অতঃপর তাহাদিগকে পুনরায় জাহান্নামে পাঠানোর জন্য নির্দেশ করা হইবে। তখন তাহাদের একজন পিছন ফিরিয়া তাকাইবে এবং বলিবে, হে রব। আমি তো এই প্রত্যাশায় ছিলাম যে, যখন তুমি একবার আমাকে উহা হইতে বাহির করিয়া আনিয়াছ, পুনরায় আমাকে সেখানে ফেরত পাঠাইবে না। তখন আল্লাহ্ তা'আলা তাহাকে দোযখ হইতে নাজাত দিয়া দিবেন। —মুসলিম
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَخْرُجُ مِنَ النَّارِ أَرْبَعَةٌ فَيُعْرَضُونَ عَلَى اللَّهِ ثُمَّ يُؤْمَرُ بِهِمْ إِلَى النَّارِ فَيَلْتَفِتُ أَحَدُهُمْ فَيَقُولُ: أَيْ رَبِّ؟ لَقَدْ كنتُ أَرْجُو إِذا أَخْرَجْتَنِي مِنْهَا أَنْ لَا تُعِيدَنِي فِيهَا قَالَ: «فينجيه الله مِنْهَا» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ উহাদিগকে পরীক্ষা করা অথবা অনুগ্রহ প্রকাশ করার জন্য পুনরায় দোযখে পাঠানোর নির্দেশ দিবেন। আর এক ব্যক্তির ঘটনা বলা হইলেও প্রকৃতপক্ষে অবশিষ্ট তিন জনের অবস্থাও একই পর্যায়ে হওয়ায় তাহারাও উক্ত নির্দেশের অন্তর্ভুক্ত এবং চার ব্যক্তি মানে চার শ্রেণীর লোক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান