মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৮০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৮০। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করিবে, তখন আল্লাহ্ তা'আলা বলিবেন: যাহার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাহাকে দোযখ হইতে বাহির করিয়া আন। তাহাদিগকে এমন অবস্থায় বাহির করা হইবে যে, তাহারা পুড়িয়া কাল কয়লায় পরিণত হইয়া গিয়াছে। অতঃপর তাহাদিগকে ‘হায়াত' নামক নহরে ফেলিয়া দেওয়া হইবে। ইহাতে তাহারা স্রোতের ধারে যেমন ঘাসের বীজ গজায় তেমনি স্বচ্ছ-সুন্দর হইয়া উঠিবে। তোমরা কি দেখ নাই, উক্ত গাছগুলি হলুদ রং জড়িত অবস্থায় অংকুরিত হয় ?-মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ يَقُولُ اللَّهُ تَعَالَى: مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ فَيَخْرُجُونَ قَدِ امْتَحَشُوا وَعَادُوا حُمَمًا فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ أَلَمْ تَرَوْا أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً . مُتَّفَقٌ عَلَيْهِ