মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৭১
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৭১। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি তোমাদের পূর্বেই হাউযে কাওসারের নিকটে পৌঁছিব। যে ব্যক্তি আমার নিকটে পৌঁছিবে, সে উহার পানি পান করিবে। আর যে একবার পান করিবে, সে আর কখনও পিপাসার্ত হইবে না। আমার নিকটে এমন কিছু লোক আসিবে যাহাদেরকে আমি চিনিতে পারিব এবং তাহারাও আমাকে চিনিতে পারিবে। অতঃপর আমার ও তাহাদের মধ্যে আড়াল করিয়া দেওয়া হইবে। তখন আমি বলিব, ইহারা তো আমার উম্মত। তখন আমাকে বলা হইবে, আপনি জানেন না, আপনার অবর্তমানে তাহারা যে কি সমস্ত নূতন নূতন মত ও পথ আবিষ্কার করিয়াছে। ইহা শুনিয়া আমি বলিব, যাহারা আমার অবর্তমানে আমার দ্বীনকে পরিবর্তন করিয়াছে, তাহারা দূর হউক (অর্থাৎ, এ ধরনের লোক আমার শাফা'আত ও আল্লাহর রহমত হইতে দূরে থাকারই যোগ্য)। -মোত্তাঃ
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ مَنْ مَرَّ عَلَيَّ شَرِبَ وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا لَيَرِدَنَّ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونَنِي ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ فَأَقُولُ: إِنَّهُمْ مِنِّي. فَيُقَالُ: إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ؟ فَأَقُولُ: سُحْقًا سحقاً لمن غير بعدِي . مُتَّفق عَلَيْهِ
