মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৭০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৭০। তাঁহার অন্য এক বর্ণনায় আছে—হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ছাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, উহার পানীয় কিরূপ? তিনি বলিলেন : দুধের চাইতে অধিক সাদা এবং মধু অপেক্ষা অধিক সুমিষ্ট। উহাতে জান্নাত হইতে আগত দুইটি জলধারা প্রবাহিত থাকিবে—উহার একটি হইবে সোনার অপরটি চান্দির।
كتاب أحوال القيامة وبدء الخلق
الفصل الاول (بَاب الْحَوْض والشفاعة )
وَفِي أُخْرَى لَهُ عَنْ ثَوْبَانَ قَالَ: سُئِلَ عَنْ شَرَابِهِ. فَقَالَ: أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ يَغُتُّ فِيهِ مِيزَابَانِ يَمُدَّانِهِ مِنَ الْجَنَّةِ: أَحَدُهُمَا مِنْ ذَهَبٍ وَالْآخَرُ مِنْ ورق
tahqiqতাহকীক:তাহকীক চলমান