মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৭০
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৭০। তাঁহার অন্য এক বর্ণনায় আছে—হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ছাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, উহার পানীয় কিরূপ? তিনি বলিলেন : দুধের চাইতে অধিক সাদা এবং মধু অপেক্ষা অধিক সুমিষ্ট। উহাতে জান্নাত হইতে আগত দুইটি জলধারা প্রবাহিত থাকিবে—উহার একটি হইবে সোনার অপরটি চান্দির।
الفصل الاول (بَاب الْحَوْض والشفاعة )
وَفِي أُخْرَى لَهُ عَنْ ثَوْبَانَ قَالَ: سُئِلَ عَنْ شَرَابِهِ. فَقَالَ: أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ يَغُتُّ فِيهِ مِيزَابَانِ يَمُدَّانِهِ مِنَ الْجَنَّةِ: أَحَدُهُمَا مِنْ ذَهَبٍ وَالْآخَرُ مِنْ ورق
