মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৬৯
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৬৯। এবং তাঁহার অপর এক বর্ণনায় আছে—হযরত আনাস (রাঃ) বলেন, উক্ত হাউযে সোনা ও চান্দির এত অধিক পান পাত্র থাকিবে; যাহার সংখ্যা হইবে আকাশের নক্ষত্রের ন্যায় (অগণিত)।
الفصل الاول (بَاب الْحَوْض والشفاعة )
وَفِي رِوَايَةٍ لَهُ عَنْ أَنَسٍ قَالَ: «تَرَى فِيهِ أَبَارِيقَ الذَّهَبِ وَالْفِضَّةِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান