মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫১৩
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কিয়ামত সংঘটিত হয়ে গেল।
৫৫১৩। হযরত মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমি কিয়ামতের সূচনাতেই প্রেরিত হইয়াছি। অবশ্য আমি উহা হইতে এতটুকু পরিমাণ আগে আগমন করিয়াছি, যেই পরিমাণ এই অঙ্গুলী, ঐ অঙ্গুলী হইতে বাড়িয়া রহিয়াছে। এই কথা বলিয়া তিনি নিজের তর্জনী ও মধ্যমা অঙ্গুলীর প্রতি ইংগিত করিলেন। —তিরমিযী
كتاب الفتن
الْفَصْل الثَّانِي
عَن الْمُسْتَوْرد بن شَدَّاد عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بُعِثْتُ فِي نَفَسِ السَّاعَةِ فَسَبَقْتُهَا كَمَا سَبَقَتْ هذِه هذِه» وأشارَ بأصبعيهِ السبَّابةِ وَالْوُسْطَى. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৫১৩ | মুসলিম বাংলা