মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৫১৪
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কিয়ামত সংঘটিত হয়ে গেল।
৫৫১৪। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমি আশাবাদী যে, আমার উম্মত তাহাদের পরওয়ারদিগারের নিকট এত অসহায় নয় যে, তিনি তাহাদিগকে অর্ধ দিনেরও অবকাশ দিবেন না। হযরত সা'দকে জিজ্ঞাসা করা হইল, সেই অর্ধ দিনের পরিমাণ কত? উত্তরে তিনি বলিলেন, পাঁচ শত বৎসর। —আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَرْجُو أَنْ لَا تَعْجِزَ أُمَّتِي عِنْدَ رَبِّهَا أَنْ يُؤَخِّرَهُمْ نِصْفَ يَوْمٍ» . قِيلَ لِسَعْدٍ: وَكَمْ نِصْفُ يَوْمٍ؟ قَالَ: خَمْسُمِائَةِ سَنَةٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর কালামে আছে— وَإِنَّ يَوْماً عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ (অর্থাৎ, আল্লাহর নিকট একদিন হাজার বৎসরের সমান)। এই হিসাবে হযরত সা'দ অর্ধ দিন দ্বারা পাঁচ শত বৎসর ব্যাখ্যা দিয়াছেন। সুতরাং এই হাদীসের মর্মে প্রকাশ পায় যে, এই উম্মতের জন্য কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কমপক্ষে পাঁচ শত বৎসরের অবকাশ থাকিবে। ইহার পর আর কত বৎসর অতিবাহিত হইলে কিয়ামত কায়েম হইবে তাহা বলা হয় নাই।