মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫১২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কিয়ামত সংঘটিত হয়ে গেল।
৫৫১২। হযরত আয়েশা (রাঃ) বলেন, অনেক বেদুইন লোকই নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া জিজ্ঞাসা করিত, কিয়ামত কখন হইবে? তখন তিনি তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠের প্রতি নজর করিয়া বলিতেন : এই বালকটি যদি জীবিত থাকে, তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপর কিয়ামত ঘটিয়া যাইবে। — মোত্তা
كتاب الفتن
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رِجَالٌ مِنَ الْأَعْرَابِ يَأْتُونَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَسْأَلُونَهُ عَنِ السَّاعَةِ فَكَانَ يَنْظُرُ إِلَى أصغرِهم فَيَقُول: «إِنْ يَعِشْ هَذَا لَا يُدْرِكْهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ عَلَيْكُمْ سَاعَتُكُمْ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

মানুষদের প্রশ্ন হইত বড় কিয়ামত সম্পর্কে, যাহার তারিখ কেহই জানিতে পারে না, কাজেই তিনি জবাব দিতেন ছোট কিয়ামত সম্পর্কে। অর্থাৎ, তুমি মরিয়া গেলেই তো তোমার কিয়ামত শুরু হইয়া গেল ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৫১২ | মুসলিম বাংলা